CM, Land, জমি বন্টনের জন্য কার্যকরী ভূমিকা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, ৩ মার্চ: জমি বন্টনের জন্য কার্যকরী ভূমিকা নিতে হবে। সোমবার নবান্নে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির (এসএলআইএসসি) বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

তিনি বলেন, কলকাতা লেদার কমপ্লেক্সের জমি বন্টনের বিষয়টি পনেরো দিনের মধ্যে করতে হবে। WBIDC, HIDCO দেখে নেবে কত প্রস্তাব পড়ে আছে। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থা (আড্ডা) ৩১০ একর দিয়েছে WBIDC-ক। স্বশাসিত সহায়তা গোষ্ঠীর জন্য জেলায় জেলায় ১ একর জমি দেওয়া হচ্ছে। সেখানে পিপি মডেলে (যৌথ সহযোগিতায়) আপনারা প্রকল্প তৈরি করুন। আমাদের দুটি তলা দিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “ছ’টা বড় অর্থনৈতিক করিডর তৈরি হবে। জমি পড়ে আছে। দখল হয়ে যাচ্ছে। আগামী তিন দিনের মধ্যে আমাদের দেখাতে হবে। কোনও জমি ব্যবহার হচ্ছে না, দখল হয়ে যাচ্ছে— এটা দফতরের প্রধান সেচিবের দেখার দায়িত্ব। যেগুলো পড়ে আছে আমাদের নজরে আছে। সাত দিনের মধ্যে রির্পোট পাঠাতে হবে। নাহলে ওই দফতরে তাঁর থাকার কোনও অধিকার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *