‘মিথ্যা পরিসংখ্যান না দিয়ে’ বঙ্গ সংস্কৃতি নিয়ে অমিত শাহকে পড়াশোনা করতে বললেন মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ২১ ডিসেম্বর: বিজেপি যতই দল ভাঙার রাজনীতি করুক, বাঙালির আবেগ হল তার সবচেয়ে বড় তুরুপের তাস, এদিন নবান্নে তা ফের স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বসে বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রক্ত দিয়ে লড়াই করব, কিন্তু জাতীয় সঙ্গীতের অবমাননা করতে দেব না। বিজেপি একটা ‘চিটিংবাজ পার্টি।’ একই সঙ্গে অমিত শাহের রবিবারের একাধিক পরিসংখ্যানকে ‘মিথ্যা’ বলেও দাবি করলেন তিনি।

সোমবার সাংবাদিক বৈঠক করে দুয়ারে দুয়ারে সরকার সরকারি প্রকল্পের সময়সীমা ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান মমতা। এরপরই অমিত শাহের গতকালের দাবিগুলিকে কার্যত নস্যাৎ করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজিকে গোটা বিশ্ব সেলাম করে। কারণ তাঁদের মধ্যে একটা আন্তর্জাতিক চেতনা আছে। সেই আন্তর্জাতিক চেতনা বিশ্বে বাংলার ভোরের স্বপ্ন দেখায়। চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেতা শির, এই কথাগুলো রবীন্দ্রনাথ লিখতে পারেন। আগে ওদের এগুলো নিয়ে পড়শোনা করতে বলুন। রবীন্দ্রনাথকে নিয়ে কোনও অবমাননা মানব না, এটা দেশমাতৃকাকে সমর্পণ করে। আর জনগণমন নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের বলে দিই, রক্ত দেওয়ার জন্য তৈরি থাকব। কিন্তু, জাতীয় সঙ্গীতকে অপমান করতে আমরা দেব না।’

অমিত শাহ বোলপুরের ব়্যালি থেকেও বলেছেন, বিজেপিকে একবার সুযোগ দেওয়া হলে তাঁরা সোনার বাংলা গড়ে দেখাবেন। মুখ্যমন্ত্রীর সামনে সেই প্রসঙ্গ উত্থাপন করতেই পাল্টা প্রশ্ন ছুড়ে বসেন তিনি। জানতে চান, ‘অমিত শাহ জানেন তো সোনা কাকে বলে, রোপো কাকে বলে। আর আর্মস কাকে বলে, দাঙ্গা কাকে বলে, এগুলো জানেন তো!’

সিএএ কার্যকর করার বিষয়ে অমিত শাহ বোলপুরে বলেছেন, করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হলে ও সংক্রমণ কমলে সেই বিষয়ে পদক্ষেপ করা হবে। যা নিয়ে খোঁচার সুরে মমতা বলেন, ‘বিজেপি ইজ এ চিটিংবাজ পার্টি। বিজেপি নিজেদের নিয়ে ভাবুক, নাগরিকদের নিয়ে নয়।’ স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তাঁর আবেদন, ‘কিছু বলার আগে আপনার ক্রস চেক করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই মিথ্যা আপনার মানায় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *