আমাদের ভারত, ১৬ এপ্রিল: এসএসসি-কান্ডে চাকরি বাতিলের নেপথ্যে বাম-বিজেপির চক্রান্ত ও আদালতের এক পাক্ষিক মনোভাবকে বুধবার ফের দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চাকরি বাতিল প্রসঙ্গে নেতাজি ইন্ডোরের ওয়াকফ সমাবেশে তিনি বলেন, “ওরাই চাকরি খেয়েছে, আবার ওরাই কথা বলছে। ২৬ হাজার চাকরি বাতিল হল একতরফা।” শীর্ষ আদালতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, সংসদে ওয়াকফ বিলের প্রতিবাদে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদরা। কিন্তু তাতেও লাভ হয়নি বলেই দাবি করেন। এর প্রেক্ষিতেই তাঁর মুখে শোনা যায় এসএসসির চাকরি বাতিল প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, “২৬ হাজার চাকরি বাতিল হলো একতরফা। অনেক সময় বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে।”