আমাদের ভারত, আরামবাগ, ২১ ডিসেম্বর: পশ্চিমবঙ্গে সিএএ লাগু হবেই। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ নিয়ে হুগলির গোঘাটে টেলিগ্রাম মাঠে প্রকাশ্য জনসভায় হুঁশিয়ারি দিলেন বিজেপি জয় ব্যানার্জি। তিনি বলেন, সিএএ নিয়ে কোথাও কোনও মুসলমান বিরোধী কথা বলেননি অমিত শাহজি। এই বিলের বিরোধিতা করছেন ভারতবিরোধীরা। তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার চেঁচামেচি করছেন।
ভারতকে যারা মাতৃরূপে দেখেন তারা এই আইনকে স্বাগত জানিয়েছে। ভারত বর্ষ কোনও ভৌগলিক, ঐতিহাসিক সীমারেখায় ভাগ হয়নি। ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। আগামী বিধানসভা ভোটে বিজেপি জয়লাভ করলে কোনও শহীদ দিবস হবে না, কারো প্রাণহানি হবে না, বাংলার নারীরা নিরাপদে বসবাস করতে পারবে। কোন ধর্ষণ হবে না। কারো আঁচল ধরে কেউ টানলে তার হাত আমরা কেটে দেব এটা আমি কথা দিয়ে গেলাম। আগামী বিধানসভায় আরামবাগ লোকসভা কেন্দ্রের ছয়টির মধ্যে ছয়টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করবে বিজেপি। এদিনের সভায় জয় ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ সহ একাধিক বিজেপি নেতা।