সিএএ প্রত্যাহার না হলে বিজেপির সদর দফতরের সামনে অনশনের হুমকি বামপন্থী ছাত্রদের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ ডিসেম্বর:
সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহার না হলে বিজেপির রাজ্য সদর দফতরে সামনে অনশনের হুমকি বামপন্থী ছাত্রদের। শনিবার শহিদ মিনার চত্বর থেকে সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে বিজেপি অফিস ঘেরাওয়ের জন্য রওনা হন বামপন্থী ছাত্ররা। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে প্রায় ২০০০ ছাত্রছাত্রী বিজেপির রাজ্য সদর দফতরের সামনে আসেন। তাদের আটকাতে বিজেপির সদর দফতরে ছিল কলকাতা পুলিশের বিশাল বাহিনী। বিজেপি কর্মীরাও দলের রাজ্য সদর দফতরের সামনে পাল্টা জমায়েত হয়েছিলেন। কিন্তু মিছিল মুরলিধর সেন লেনের সামনে আসতেই পুলিশ বামপন্থী ছাত্রদের বিজেপি অফিসের দিকে আসা আটকায়। সেইসময় বামপন্থী ছাত্রদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। যদিও পরে তারা নিজেরাই সংযত হন। মিছিলের মধ্যেই বামপন্থী ছাত্ররা বিজেপি অফিসের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়েন। তারা জানান, অবিলম্বে কেন্দ্রকে সংশোধনি নাগরিকত্ব আইন প্রত্যাহার করতে হবে। না হলে বিজেপির রাজ্য সদর দফতরের সামনে আমরণ অনশনের হুঙ্কার ছাড়েন অন্দোলনকারিরা।

যদিও আন্দোলনকারিদের হুঙ্কারকে পাত্তা দিতে নারাজ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি। তিনি বলেন, যে কেউ গণতান্ত্রিক ভাবে আন্দোলন করতে পারে। তাতে রাজ্য বিজেপির কিছু বলার নেই। তবে আফাজল গুরুকে বাঁচাবার জন্য যারা রাস্তায় নামেন তাদের চিহ্নিত করে রাখছে রাজ্য বিজেপি। সঠিক সময়ে তাদের সাজা দেওয়া হবে বলে জানালেন রাজু ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *