পরকীয়ার শাস্তি! প্রকাশ্যে কান ধরে উঠবস করানো হল প্রেমিক প্রেমিকাকে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: পরকীয়ার শাস্তি হিসেবে প্রকাশ্যে কান ধরে উঠবস করানো হল প্রেমিক প্রেমিকাকে। গ্রামের মধ্যে সালিশি সভা বসিয়ে গণ আদালতে তাদের প্রেমের বিচার করা হল। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঘাটাল থানা এলাকার মনসুকা গ্রাম পঞ্চায়েতের কন্দর্পচক গ্রামে।

ওই গ্রামের এক যুবতী গ্রামের এক বিবাহিত যুবকের সঙ্গে বেশ কিছুদিন আগে থেকেই  সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্প্রতি তা জানাজানি হওয়ার পর ওই গ্রামের মাতব্বরেরা সালিশি সভার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মতো গ্রামের স্কুলের বারান্দায় গণ জমায়েত করে। সেখানে মাঝরাত পর্যন্ত চলে বিচার সভা। সেখানে
সিদ্ধান্ত হয় ওই যুবতী এবং বিবাহিত যুবককে ১০০ বার কান ধরে উঠবস করতে হবে। সেইমতো প্রকাশ্যেই যুবক-যুবতীকে শাস্তি দেওয়া হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় ওঠায় মুখে কুলুপ এঁটেছে সব মহল।

ইড়পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এই সালিশি সভায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকায় এই ধরনের ঘটনা নতুন নয়। ২০১৯এর ১৫ জুলাই রাতে ওই গ্রামের পাশের গ্রাম ধসাচাঁদপুরের মোড়লরা একইভাবে এক গৃহবধূ এবং এক যুবককে গাছে বেঁধে জোর করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তা নিয়েও এলাকায় বিতর্কের ঝড় উঠেছিল। সালিশি সভার পর ওই যুবতী এবং যুবক আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *