গাইঘাটায় ত্রাণের দাবিতে বিজেপি সমর্থকদের অবরোধ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ মে: একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে আমফানে দাপটে গৃহহীন হাজার হাজার মানুষ। ক্ষতিপূরণের তালিকা জমা দিলেও তা বদল করে তৃণমূল সমর্থকদের দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ। গৃহহীন সাধারণ গ্রামবাসীরা পাচ্ছে না কোনও ক্ষতিপূরণ। দশদিন কেটে গেলেও পঞ্চায়েত থেকে কোনও সাহায্য মেলেনি। এর প্রতিবাদে যশোর রোড অবরোধ করে বিক্ষোভে বসেন ঝড়ে গৃহহীন বিজেপি সমর্থকরা।

আমফানের দাপট ও ঘূর্ণিঝড়ে উত্তর ২৪ পরগণার গাইঘাটা ব্লকের ফুলসরা পঞ্চায়েতে প্রায় তিনশো কাঁচা বাড়ি ভেঙ্গে পড়েছে। অভিযোগ, বেছে বেছে তৃণমূল সমর্থকদের ত্রিপল ও ক্ষতিপূরণের টাকা দিচ্ছে পঞ্চায়েত। অথচ বিরোধীদের কাউকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে পঞ্চায়েতের সামনে যশোর রোড অবরোধ করে প্রায় দু’ঘন্টা অবরোধ করেন গৃহহারা বিজেপি সমর্থকরা।

বুধবার রাতে আমফান ও ঘূর্ণিঝড়ের দাপটে ফুলসরা গ্রাম পঞ্চায়েত বকচরা, কাঁটাখালি, বৈকারা, চৌগাছা সহ বিভিন্ন গ্রামে প্রায় ৩০০ বাড়ি ভেঙ্গে পড়েছে। যাতে তারা ক্ষতি পূরণ না পায় তাই তাঁদের ফিলাপ করা ফর্মে নাম বদলে তৃণমূল সমর্থকদের নাম লেখা হয়েছে বলে অভিযোগ।

বিজেপি মণ্ডল সভাপতি বিশ্বজিত ঘোষ ও জেলার যুবনেতা শুভঙ্কর জ্যোতি সাহা বলেন, ক্ষতিপূরণের টাকা থেকে বিজেপি সমর্থকদের নাম বাদ দেওয়া হয়েছে। এক দিকে করোনার জেরে এই গ্রামের মানুষ কর্মহীন, অন্য দিকে আমফানের দাপটে গৃহহীন হয়ে পড়েছে। খোলা আকাশের নিচে বাস করছে। বৃষ্টিতে মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। অথচ পঞ্চায়েত এই সময় রাজনীতি করছে ক্ষতিপূরণ নিয়ে।

তৃণমূল নেতা ধ্যানেশ গুহ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, গাইঘাটা ব্লকে যে সমস্ত বাড়ি ভেঙ্গেছে তাঁদেরকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে। কাজ চলছে। বিজেপি সব কিছুতেই অভিযোগ করে। আর এটি সার্ভে করেছে বিডিও। অথএব কারও নাম বাদ দিয়ে অন্য কারও নাম বদল করা হবে না। এই অভিযোগ ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *