কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ আগস্ট:
ঘাটাল থানার নিমপাতায় জল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। বুধবার সকালে স্থানীয় মানুষরা দেখে নদীর জলে ভাসছে একটি মৃতদেহ। তারপরে তারা ঘাটাল থানায় খবর পাঠায়। ঘাটাল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মৃতদেহটিকে উদ্ধার করে। জল থেকে উদ্ধারের পর তাঁর পরিচয় জানা যায়।
সোমবার রাতে চন্দ্রকোনার কেঠো খালের ব্রিজে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। একটি লরি ব্রিজ থেকে ঝুলতে থাকে। দুর্ঘটনাগ্রস্থ লরির চালক ও কালাসি খালে ঝাঁপ দেন, তারপর থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবারও কোনও খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে ঘাটালের নিমপাতা থেকে উদ্ধার মৃতদেহটির লরি চালকের বলে জানায় ঘাটাল থানা। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক বলেন, লরি চালকের বাড়ি বীরভূমে। তার বাড়ির লোক মৃতদেহটি শনাক্ত করেছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।