সাথী দাস, পুরুলিয়া, ১৬ সেপ্টেম্বর: পাঞ্জাবে কাজ করতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত যুবকের দেহ ফিরল পুরুলিয়ার বলরামপুরের বাড়িতে। বলরামপুরের ছোটগাদো গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকায়। পরে ওই যুবকের আদি বাড়ি ঝাড়খণ্ডের কমলপুর থানার রসিকনগর এলাকায় পৌঁছায়।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম অমিত মাহান্তি, বয়স প্রায় ৩২। বাবা মায়ের একমাত্র সন্তান ওই যুবকের চার মাস আগে বিয়ে হয়েছিল।পাঞ্জাবের একটি বেসরকারি কোম্পানিতে প্রোডাকশন ইঞ্জিনিয়ারের পদে কাজ করতেন তিনি। বরাবরই ওই কোম্পানির বাসে বাসস্থান থেকে কর্মস্থলে যাতায়াত করতেন তিনি। তবে, সোমবার সহকর্মীদের সাথে বাইক নিয়ে রাত ১০টা নাগাদ অফিস থেকে বাসায় ফেরার পথে পাঞ্জাবের পাতিয়ালা থেকে জলন্ধর যাওয়ার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনায় তিনজন আহত হন। তড়িঘড়ি তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অমিত মাহান্তিকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার ময়না তদন্তের পর ওই যুবকের মরদেহ বৃহস্পতিবার বলরামপুরের ছোটগাদো গ্রামে পৌঁছায়। পরে ওই যুবকের আদি বাড়ি ঝাড়খণ্ডের কমলপুর থানার রসিকনগর এলাকায় পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।