আমাদের ভারত, নদিয়া, ২৫ ডিসেম্বর: প্রায় ২ দিন নিখোঁজ থাকা এক ব্যক্তির ঝুলন্ত দেহ বুধবার উদ্ধার হলো নীল নগর ঝাউবন পাড়া এলাকার এক জঙ্গল থেকে। সূত্রের খবর, বর্ধমানের গুপ্তিপাড়া এলাকার বাসিন্দা পেশায় কাঠ ব্যবসায়ী এক ব্যক্তি গত সোমবার রানাঘাট থানার তারাপুর এলাকায় এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে আসেন। অভিযোগ, এরপর থেকে আর সন্ধান মেলেনি তার।
ঘটনায় নিখোঁজ ওই ব্যক্তির পরিবার গুপ্তিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। মৌখিক ভাবে জানানো হয় রানাঘাট থানাতেও। ঘটনায় পুলিশ তদন্ত শুরুও করে। আর এর পর বুধবার আনুমানিক বিকেল ৩টে নাগাদ ওই ব্যক্তিকে নীল নগর ঝাউবন পাড়া এলাকায় একটি জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এক খেজুর রস সংগ্রহকারী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ।