Body, Gangajalghanti, দুই যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য গঙ্গাজলঘাঁটিতে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ মার্চ: আজ সকালে গঙ্গাজলঘাঁটি থানার শালবেদিয়ার কাছে দুই যুবকের মৃতদেহ উদ্ধারে একদিকে যেমন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তেমনি চাঞ্চল্যও ছড়িয়েছে। এই জোড়া মৃত্যুর কারণ দুর্ঘটনা না অন্য কিছু তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার ভোর রাতে পুলিশের টহলদারি গাড়ি দেশুড়িয়া থেকে ফুলবেড়িয়া যাবার রাস্তায় শালবেদিয়ার কাছে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে অমরকানন হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, তাদের বাড়ি শালতোড়া থানার কাঁটাবাইদ গ্রামে। তাদের নাম বাপ্পা মাজি (২৭) ও রাহুল মন্ডল (৩০)। এদিন ভিলেজ পুলিশ গিয়ে মৃতদের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে মৃতদেহ শনাক্ত করে। পরে পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃতদেহ দুটি রাস্তার পাশে রাখা ইটের স্তুপের পাশে পড়ে ছিল। তাদের বাইকটিও পাশেই পড়েছিল। পুলিশের অনুমান রাতে বাইক নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইটের গাদায় ধাক্কা মারে। তাতেই তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

মৃত বাপ্পা মাজির কাকা স্বপন মাজি জানান, তার ভাইপো জেসিবি গাড়ি চালাত। সেই কারনে রাজ্যের বাইরে থাকতো। অন্যদিকে রাহুল শালতোড়ার মণিপুরে একটি জল সরবরাহকারী ট্যাঙ্কে কাজ করত। স্বপনবাবু বলেন, বাড়িতে নারায়ণ গান হচ্ছে এই উপলক্ষে বাপ্পা বাড়ি এসেছিল। শনিবার বিকেলে দুই বন্ধুতে বাইক নিয়ে বেরিয়ে বেলিয়াতোড়া থানার ফুলবেড়িয়া গিয়েছিল। ফিরে আসবো বলে বেড়িয়েছিল, কিন্তু বাড়ি না ফেরায় ভেবেছিলাম আত্মীয়ের বাড়িতে আছে। রবিবার সকালে তারা এই খবর পান। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু নিয়ে তাদের সন্দেহ আছে। পুলিশ তদন্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *