আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ জানুয়ারি: ছেলেকে মারধর করে গলায় ফাঁস দিয়ে খুন করে আত্মঘাতী বাবা।বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাবড়ার শ্রীনগর এলাকায়। মৃতরা হল উদৃত ঘোষ (৭) ও তার বাবা উত্তম ঘোষ (৩৪)।
ছেলে উদৃত প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ায় স্কুলে বই আনতে গিয়েছিল তার মা। বই আনার কার্ড না নিয়েই তিনি স্কুলে গিয়েছিলেন। তাই স্কুল থেকে তিনি কয়েকবার স্বামীকে ফোন করেন। কিন্তু ফোন না ধরায় হাবড়ার প্রফুল্লনগর এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় থেকে শ্রীনগরের বাড়িতে চলে আসেন। দুপুর দেড়টা নাগাদ বাড়িতে ফিরে দেখতে পান কলাপসিবল গেটের তালা লাগানো দরজা ভেতর থেকে দেওয়া রয়েছে। ডাকাডাকি করে কোনও সাড়া শব্দ না পেয়ে এলাকার বাসিন্দাদের সহযোগিতায় দরজা খুলে দেখতে পান উদৃত খাটের উপরে পড়ে রয়েছে। ঘরের সিলিং এর সঙ্গে মাফলারের ফাঁস দেওয়া অবস্থায় উত্তম ঝুলছে।
তড়িঘড়ি দুজনকে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে ডাক্তার দু’জনকেই মৃত ঘোষণা করে। উত্তমের স্ত্রী তানিয়া জানান স্বামী পোশাক তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। ইদানিং দেনায় পড়েছিল। তবে দেনা মেটানোর জন্য তার বাপের বাড়ি এবং ব্যাংকে থাকা টাকা থেকে সহযোগিতা করা হচ্ছিল। তবে কি কারণে এ ধরনের ঘটনা ঘটল তিনি বুঝতে পারছেন না।