আমাদের ভারত, ৬ জানুয়ারি: সিএএ এর প্রচারে বেড়িয়ে আক্রান্ত বিজেপির মহিলা কর্মী, ঘটনাটি হুগলির পোলবা থানার অন্তর্গত মহানাদের কাগজীপাড়ার।
রবিবার বিকেলে বিজেপির ওই এলাকার নেতা কর্মীরা নাগরিক সংশোধনী আইনকে সামনে রেখে একটি মিটিং করেন। এরপর তাঁরা এলাকার মানুষের বাড়ি বাড়ি যান। অভিযোগ, সেই প্রচার সেরে বাড়ি ফিরতেই মিনাক্ষী সোরেন নামের এক মহিলা কর্মীর বাড়িতে চড়াও হয় তৃণমূলের স্থানীয় দুষ্কৃতীরা। লবকুশ সোরেন, হিরু সোরেন নামে ওই এলাকার তৃণমূল দুষ্কৃতীরা তাদের দলবল নিয়ে মিনাক্ষীর উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের ফলে অচৈতন্য হয়ে পড়েন মিনাক্ষী। দুষ্কৃতিরা তাদের বাড়ি থেকে পোষ্য কিছু ছাগল চুরি করে নিয়ে চলে যায় বলেও অভিযোগ।
পরে বাড়িতে তাঁর স্বামী এলে তাকে নিয়ে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে পোলবা থানায় অভিযোগ করতে গেলে কোনো রকম অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির।