আমাদের ভারত,৬ জানুয়ারি: বামপন্থী পড়ুয়ারাই আক্রমণ করেছে জেনএইউ ক্যাম্পাসে। তাদের ২৫ জন ছাত্র আহত ১১ জন নিখোঁজ। বাম ছাত্রদের করা অভিযোগের পাল্টা দাবি করল এবিভিপি।
জেএনইউ এর ছাত্র-ছাত্রী অধ্যাপকদের মারধর করার অভিযোগ এর পাল্টা অভিযোগ করেছে এবিভিপি নেতৃত্ব। তাদের দাবি, রবিবার সন্ধ্যায় এই হামলা চালিয়েছে জেএনইউর বামপন্থী ছাত্র সংগঠনের গুন্ডা বাহিনী। হামলার লক্ষ্য ছিল এবিপি সদস্যরা। তাদের ২৫ জন সদস্য গুরুতর আহত এবং এখনো পর্যন্ত ১১ জন নিখোঁজ।
এবিভিপি সভাপতি দুর্গেশ কুমার বলেন, এবিভিপি সদস্যরা বামপন্থী সংগঠন এসএফআই, আইসা, ডিএসএফের পড়ুয়াদের দ্বারাই আক্রান্ত। বামপন্থী গুণ্ডারা হোস্টেল ভাঙ্গচুর চালিয়েছে। এবিপির ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণ করেছে। এবিপি তরফে টুইট করে জানানো হয়েছে কমিউনিস্ট গুন্ডারাজ পড়ুয়াদের ওপর এবং এবিভিপি উপর আক্রমণ করেছে রাজনৈতিক লাভের জন্য। ইউনিভার্সিটির সম্পত্তির ক্ষতি করেছে তারা।
স্বাভাবিক ভাবেই এভিবিপির দাবি জেএনইউ ছাত্র সংসদের বক্তব্যের সাথে সম্পূর্ণ বিরোধী। ছাত্র সংসদের তরফে অভিযোগ করে জানানো হয়েছে, এভিবিপির সদস্যরা মুখ ঢেকে অস্ত্র নিয়ে ঢুকে মারধর করেছে পড়ুয়াদের। ভাঙ্গচুর চালিয়েছে চারিদিকে। নষ্ট করেছে ইউনিভার্সিটির সম্পত্তি। এমনকি রেহাই পাননি অধ্যাপকরা।
Left goons have unleashed their red terror in JNU. Armed with sticks, rods, stones, acid they have visited every room of ABVP activist in the hostel to kill them. When they could not stop students from registering, they targeted and brutally attacked them.#RED_TERROR_IN_JNU pic.twitter.com/kogk3A7iwU
— ABVP JNU (@abvpjnu) January 5, 2020
জেএনউ ছাত্র সংসদের তরফে বলা হয়েছে, এভিবিপির আক্রমণকারীরা টুপি, মাফলার, কাপড়ে মুখ ঢেকে পাইপ বেয়ে হোস্টেলে উঠে আসে। তাদের হাতে ছিল লাঠি, রড, হাতুড়ি, পাথর, ইট। ভয়ানকভাবে আক্রান্ত হয়েছেন ছাত্রসংসদের সভানেত্রী ঐশী সহ অনেকে। অভিযোগ করা হয়েছে, ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে ঐশির মাথায়। গুরুতর জখম অবস্থায় ঐশি ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। একটি ভিডিওতে ঐশী জানান, “মুখোশ পরা গুন্ডারা আমার উপর নৃশংসভাবে আক্রমণ করেছে। প্রচণ্ড মারধর করেছে আমায়। রক্ত পড়ছে আমার মাথা থেকে।”