নীল বনিক, আমাদের ভারত, ১৬ ফেব্রুয়ারি: আসন্ন পুরভোটে মানুষের পরামর্শ নিয়ে এবার ইস্তেহার তৈরি করবে রাজ্য বিজেপি। এতদিন রাজনৈতিক দলগুলি ভোটের আগে নিজেরাই ইস্তেহার তৈরি করতো। তারপর সেই ইস্তেহার নিয়ে ভোট চাইতে মানুষের কাছে যেতেন। গতানুগতিক এই ভাবনা এবার ঝেড়েফেলে মানুষের মতামত নিয়েই পুরভোটের ইস্তেহার তৈরি করবে রাজ্য বিজেপি।
পুরভোটের আগে বিজেপি নেতারা মানুষের কাছে যাবেন। তাদের থেকে সুবিধে অসুবিধের কথা জানবার পর ইস্তেহার তৈরি করবেন বঙ্গ বিজেপির নেতারা। এছাড়া চলতি সপ্তাহের মধ্যে বিজেপি দফতরে একটি ট্রোল ফ্রি নম্বর চালু করছে রাজ্য বিজেপি। যেখানে সাধারন মানুষ পুরভোটের ইস্তেহার নিয়ে বিভিন্ন মতাতম দিতে পারবেন। সাধারন মানুষের চিন্তাভাবনাও এবার পুরভোটের ইস্তেহারে তুলে ধরবে বিজেপি।
আসন্ন পুরভোটকেও বেশ গুরুত্ব দিচ্ছে রাজ্য বিজেপি। পুরভোটের প্রচারের আগেই মানুষের সঙ্গে স্থানীয় নেতৃত্বের জনসংযোগ বৃদ্ধি করতে চায় বঙ্গ বিজেপির নেতৃত্ব। এইকারনেই পুরভোটের আগে স্থানীয় নেতারা মানুষের কাছে যাবেন। তাতে ভোটের আগে স্থানীয় বাসিন্দাদের মন বুঝতে কিছুটা সুবিধে হবে বলে মনে করছেন বঙ্গ বিজেপির নেতারা। অন্যদিকে রাজ্যের মানুষ বিজেপির থেকে ঠিক কি চাইছে তাও বুঝতে পারবেন। সেইজন্য এবার পুরভোটে এমন নতুন ভাবনায় ইস্তেহার তৈরির চিন্তা করেছে রাজ্য বিজেপি।