প্রশাসকের পদ থেকে ফিরহাদ হাকিমকে সরাতে দিল্লির দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি

নীল বনিক, আমাদের ভারত, ১৩ মে: ফিরহাদ হাকিমকে সরাতে এবার দিল্লির দ্বারস্থ হচ্ছে বিজেপি। তাদের অভিযোগ, প্রথা ভেঙে সম্পূর্ন বেআইনি ভাবে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে কলকাতা পুরসভার প্রশাসক হিসাবে বসানো হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও হয়েছে। এবার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় নামল বিজেপি।

প্রসঙ্গত, কলকাতা পুরসভার মেয়াদ শেষ হতেই ফিরাদ হাকিমকে প্রশাসক করা হয়েছে। এতদিন কোনও পুরসভার প্রশাসক হিসাবে একজন সরকারি অফিসারকেই বসানো হতো। ডাব্লুবিসিএস বা আইএস অফিসারদের প্রশাসক হিসেবে বসানোর নজির রয়েছে। কিন্তুু সেই প্রথা ভেঙে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেই কলকাতা পুরসভার প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে। এব্যাপারে কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে নালিশ জানাচ্ছে বঙ্গ বিজেপি।

ইতিমধ্যেই দলের যুবমোর্চার সম্পাদক শৌরভ শিকদার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে মৌখিক ভাবে নালিশ জানিয়েছেন। বৃহস্পতিবার লিখিত চিঠি দিয়ে কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর নয়া নিয়ম নিয়ে চিঠি দিচ্ছেন তিনি। এছাড়াও কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরেও একটি চিঠি দেবেন তিনি। যুবমোর্চার জাতীয় সম্পাদক বলেন, সম্পূর্ন বেআইনি ভাবে ফিরহাদ হাকিমকে কলকাতা পুরসভায় প্রশাসক হিসেবে বসানো হয়েছে। রমজান মাস চলছে, তাই একটি বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করতেই ফিরহাদ হাকিমকে কলকাতা পুরসভার চেয়ারে বসানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় কাজ। রাজ্যের এমন বেআইনি ও তোষণমূলক আচরনের জন্যই আমরা কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দ্বারস্থ হচ্ছি।

উল্লেখ্য, ফিরহাদ হাকিমকে সরাতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। বিষটি বর্তমান সময়ে আদালতের বিচারধীন। তবে আগামী একমাস ফিরহাদ হাকিম কাজ চালিয়ে যেতে পারবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে ফিরাদ হাকিমের মর্যাদা কিছুটা ক্ষুন্ন করে কলকাতা হাইকোর্টেরর বিচারপতি সুব্রত তালুকদার জানিয়েছেন, আগামী একমাস ফিরহাদ হাকিম কেয়ারটেকার হিসেবে পুরসভা চালাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *