সাথী দাস, পুরুলিয়া, ১৭ জানুয়ারি: পুরুলিয়ায় কৃষকদের সমর্থন পেতে বিজেপি শুরু করল ‘কৃষক সুরক্ষা অভিযান’। কৃষকদের বাড়িতে গিয়ে তাঁদের কাছ থেকে চাল সংগ্রহ করছেন বিজেপি নেতা কর্মীরা। একই সঙ্গে নাম, ঠিকানা ও যোগাযোগ নম্বর সংগ্রহ করে কৌশলে সদস্যতা বাড়াতে উদ্যোগী হয়েছে পদ্ম শিবির।
রাজনৈতিক মহলের এই ধারণার প্রতিবাদ করে পুরুলিয়া শহর উত্তর মন্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, “কৃষক বিলের সমর্থনে ও কৃষকদের উন্নয়নের স্বার্থে আমরা চাষি ভাইদের ঘরে যাই। এক মুঠো চাল অনুদানের জন্য ও তাতে আমরা বিপুলভাবে সমর্থন পেয়ে ও ওনাদের আশীর্বাদ পেয়ে ধন্য। অনুদান সামগ্রী দিয়ে অঞ্চলে অঞ্চলে আমরা রান্না করে সেই অঞ্চলের কৃষকদের ও কর্মীদের ভোজন করাবো। আর সমর্থক সদস্য আমাদের ঊর্ধ্ব গতিতে বাড়ছে এমনিতেই।”
এদিন পুরুলিয়া ২ নম্বর ব্লকের হুট মুড়া অঞ্চলের বিভিন্ন গ্রামে কৃষকদের বাড়িতে যান বিজেপি নেতারা। দলীয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরুলিয়া শহর উত্তর মন্ডলে সভাপতি। চাল সংগ্রহ করে কৃষকদের পরিবারের হাতে দলের রাজ্য সভাপতির লেখা খোলা চিঠি তুলে দেন বিজেপি নেতা কর্মীরা।