“খুব শীঘ্রই কলকাতায় আসছি, জয় বাংলা “, বাংলার নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা শিবসেনার

আমাদের ভারত, ১৭ জানুয়ারি: সামনেই বিধানসভা নির্বাচন।ইতিমধ্যেই মিম এরাজ্যে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। আর তাতেই রাজ্যে এবারের ভোটে মেরুকরণ রাজনীতি ধীরে ধীরে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এর সেই প্রাসঙ্গিকতা আরও জোরদার হয়ে উঠল শিবসেনার এরাজ্যে প্রার্থী দেওয়ার ঘোষণায়। তৃণমূল, বিজেপি, বাম-কংগ্রেসের সঙ্গে এবার বাংলার নির্বাচনী ময়দানে শিবসেনাও নামতে চলেছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত টুইটারে ঘোষণা করেছেন খুব শীঘ্রই কলকাতায় আসছেন শিবসেনা নেতারা।

বাংলার নির্বাচ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। তৃণমূলকে সরিয়ে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে পদ্ম শিবির। ইতিমধ্যে একেবারে তৃণমূল স্তরে সংগঠন গোছানোর কাজে নেমেছে বিজেপি। বুথস্তরের সংগঠন তৈরি থেকে নির্বাচনেরকর্মসূচি রূপায়ণে রাজ্যে এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অহরহ যাতায়াত। পায়ের তলার মাটি হারানোর ভয়ে নড়েচড়ে বসেছে তৃণমূলও । মিমও ভোট ময়দানে নামার কথা ঘোষণা করেছে। এসবের মধ্যে আরো একটি বড় খবর এবার রাজ্য নির্বাচনের ময়দানের লড়াই করতে নামছে শিবসেনা।

শিবসেনা সংসদ রাজ সঞ্জয় রাউত টুইট করে জানালেন, আর দেরি নেই। বিধানসভা নির্বাচনে বাংলায় লড়বে উদ্ধব ঠাকরে দল। তিনি লিখেছেন, “আপনাদের জন্য বহু প্রতীক্ষিত আপডেট। উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনার পর শিবসেনা এবার বাংলার বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই আমরা কলকাতায় আসছি। জয় হিন্দ জয় বাংলা। ” টুইটে জয় বাংলা কথা দুটি সঞ্জয় রাউত বাংলায় লিখেছেন।

জানা যাচ্ছে ১০০টি আসনে প্রার্থী দিতে পারে শিবসেনা। এমনকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও কিছুদিনের মধ্যে বাংলা সফরে আসতে পারেন। এর আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে শিবসেনা বাংলায় ১৫টি আসনে প্রার্থী দিয়েছিল। তবে তখন তারা এনডিএ জোটের অংশীদার ছিল। সেবার ভোট লড়াইতে সফলতা পায়নি শিবসেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *