বিশ্বাসঘাতকদের নিয়ে বাংলা দখল করার স্বপ্ন দেখছে বিজেপি: মানস ভুঁইঞা

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি:
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সবং ব্লকের তেমাথানিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, সাধারণ সম্পাদক গোপাল সাহা ও প্রদীপ কর, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইঞা, বিধায়ক গীতা রানী ভুঁইঞা, তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল ঘোষ, আবু কালাম বক্স, সেক সবেরতি, অমল পান্ডা সহ আরও অনেকে।

ওই সভায় রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইঞা বলেন, বিশ্বাসঘাতকদের নিয়ে বিজেপি বাংলা দখল করার স্বপ্ন দেখছে, ওদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তবে রূপায়িত হবে না। তিনি বলেন বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, উন্নয়ন বিরোধী। তাই কাজের মানুষ মমতাকে রাজ্যের মানুষ তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আনবে।তিনি আরও বলেন যে, কোনও অধিকারীর কথা বাংলার মানুষ শুনবে না। তিনি বলেন, বাংলার মানুষ বেইমান, বিশাসঘাতকদের কোনও দিন ক্ষমা করবে না।

তিনি শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করে বলেন, বেইমান, তৃণমূলের খেয়ে বড় হয়ে এখন তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। এর যোগ্য জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তিনি বলেন, উন্নয়ন হয়নি বলে বেইমান বড় বড় কথা বলছেন তাহলে উনি সাড়ে চার বছর একজন মন্ত্রী থেকে কিছুই করেননি। তাহলে উনার মত অপদার্থ আর কেউ নেই। তিনি তার ভাষণে বলেন, গোটা রাজ্যের পাশাপাশি সবং বিধানসভা এলাকায় উন্নয়নের যা কাজ হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে। জল প্রকল্প থেকে শুরু করে রাস্তাঘাট স্কুল-কলেজ স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়েছে। অথচ মীরজাফর বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী বলছে কোনও উন্নয়ন হয়নি। উনি বলেছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলাকে মোদীর হাতে তুলে দেবেন, বাংলা কোনও দিন গুজরাট হবে না আর নরেন্দ্র মোদীর হাতে যাবে না। বাংলা বাংলায় থাকবে বাংলার মুখ্যমন্ত্রী হবেন, মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করে বলেন, যারা কৃষক বিরোধী কৃষি বিল পাস করে কৃষকদের পথে বসানোর চেষ্টা করছে, কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লিতে আন্দোলন চলছে অথচ বিজেপির হয়ে সাফাই গাইছেন বেইমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলার মানুষ সবকিছু দেখছেন সব কিছু শুনছেন তারাই ওকে যোগ্য জবাব দেবেন।

রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, কেন্দ্রীয় সরকার দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। তিনি বলেন, নরেন্দ্র মোদীর সরকার সারা দেশকে ধ্বংসে পরিণত করতে চাইছে। মোদী সরকার বাংলার উন্নয়ন চায়নি। তাই বাংলার উন্নয়ন দেখে ওরা ভয় পেয়েছে। তাই বাংলা দখল করতে ওরা মরিয়া হয়ে উঠেছে। সেই কাজে হাত দিয়েছেন একজন মীরজাফর। তিনি বলেন, উনাকে বাংলার মানুষ আগে চিনত না এখন চিনতে পারছে। উনি কি লোভী তা এখন মানুষ জানতে পারছেন। কারণ উনি জেলে যাওয়ার ভয়ে নিজেকে বাঁচানোর জন্য বিজেপিতে যোগ দিয়েছেন। তাই তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। বাংলার মানুষ বিশ্বাসঘাতকদের কোনও দিন ক্ষমা করবে না। তাই যতই লম্ফঝম্প করুক ওদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ মুখিয়ে রয়েছেন। তিনি সর্বস্তরের মানুষকে বলেন আপনারা মমতার পাশে থাকুন, উন্নয়ন নিয়ে আপনাদের ভাবতে হবে না, উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দুয়ারে পৌঁছে দেবেন। সেই সঙ্গে তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি বিজেপি সারাদেশের মানুষের শত্রু। সেই বিজেপিকে আপনারা প্রত্যাখ্যান করুন এবং বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *