মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রার্থী করল বিজেপি

আমাদের ভারত, ১০ সেপ্টেম্বর: বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। সামশেরগঞ্জ, জঙ্গিপুর এবং ভবানীপুর এই ৩ কেন্দ্রে আজ প্রার্থী তালিকা ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃত্ব। গতবার জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ যারা প্রার্থী হয়েছিলেন এবারও তাদেরই প্রার্থী করা হয়েছে। তবে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হলো আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজন মহিলা মুখ চাইছিলেন বিজেপি নেতৃত্ব। সে ক্ষেত্রে তাঁরা প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকেই বেছে নিলেন। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন। তিনি একজন আইনজীবী। নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনায় তিনি হাইকোর্টে মামলা করেছিলেন এবং এই সন্ত্রাসের ঘটনায় তিনি সিবিআই তদন্ত দাবি করেছিলেন। তাঁর সেই দাবি হাইকোর্ট মেনে নিয়েছে। এছাড়া হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ঘরছাড়াদের দ্রুত ঘরে ফেরানোর জন্য এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই লড়াকু বিজেপি নেত্রী হাইকোর্টের সেই নির্দেশ নিয়ে বিভিন্ন থানায় যোগাযোগ করে ঘরছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেছিলেন। এই রকম একজন লড়াকু নেত্রী তথা আইনজীবীকে ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী করল বিজেপি। অন্যদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুরে সুজিত দাস এবং সামশেরগঞ্জ মিলন ঘোষকে প্রার্থী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *