আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৬ ডিসেম্বর:
উত্তর ২৪ পরগনার ইছাপুর আনন্দমঠে প্রথম বছর আয়োজন করা হল বঙ্গ সংস্কৃতি মেলা। করোনা আবহে প্রায় ৯ মাস ঘর বন্দী সাধারন মানুষ। তবে বর্তমানে আনলক পিরিয়ডে করোনা সচেতনতার বিধি নিষেধ মাথায় রেখেই বঙ্গ সংস্কৃতি মেলার আয়োজন করা হয়েছে উত্তর ২৪ পরগনার ইছাপুরে।
ইছাপুর আনন্দমঠ স্কুল মাঠে বড়দিনের সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন হয়। তিনদিনের মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মেলায় প্রত্যেকদিন থাকছে নানান সামাজিক অনুষ্ঠান। মেলার মঞ্চ উৎসর্গ করা হয়েছে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে। প্রথমদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে দুঃস্থ অসহায়দের কম্বল বিতরণ করা হয় মেলা কমিটির পক্ষ থেকে।
মেলায় উপস্থিত নোয়াপাড়া থানার আই সি পার্থ সারথি মজুমদার বলেন, “সব ধরনের করোনা সচেতনতা মূলক ব্যবস্থা বজায় রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গ সংস্কৃতির নানান দোকান, স্টল বসেছে । এখন মানুষ নিজেরাই সতর্ক। আমরা নিজেরা সতর্ক হওয়ায় মেলা সাফল্য পাবে।”
শীতের আমেজে বঙ্গ সংস্কৃতি মেলায় যেমন আছে রকমারি খাবারের দোকান, তেমনি আছে বেশ কিছু বুক স্টল এবং স্বনির্ভর গোষ্ঠীর হাতের কাজের স্টল। প্রথম বছর বঙ্গ সংস্কৃতি মেলার অনুষ্ঠান মঞ্চে প্রত্যেকদিন থাকছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানান স্বাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘ ৯ মাস পর ইছাপুরে বঙ্গ সংস্কৃতি মেলার আয়োজন দেখে খুশি ইছাপুর আনন্দমঠ এলাকার বাসিন্দারা।