shot, young man, Siuri, America, আমেরিকার রাস্তায় আততায়ীদের গুলিতে প্রাণ গেল সিউড়ির যুবকের

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১ মার্চ: ভিন দেশে নৃত্য প্রশিক্ষণ নিতে গিয়ে আততায়ীদের গুলিতে মৃত্যু হল সিউড়ির যুবকের। মৃত যুবকের নাম অমরনাথ ঘোষ। বেসরকারি সূত্রে মৃত্যুর খবর পেলেও সরকারিভাবে এখনো মৃত্যুর সংবাদ জানানো হয়নি পরিবারের সদস্যদের। ঘটনাটি ঘটেছে আমেরিকার রাস্তায় বুধবার সন্ধ্যায়।

জানা গিয়েছে, অমরনাথ ঘোষের বাড়ি সিউড়ির রবীন্দ্রপল্লিতে। তার কাকা শ্যামল ঘোষ থাকেন সিউড়ির সোনাতোড় পাড়ায়। অমরনাথের কাকিমা ভগবতী ঘোষ জানান, অমরনাথের বাবা ও মা মারা যাওয়ার পর ভাইপো একা বাড়িতে থাকত। ছোট থেকেই তার নৃত্যের উপর নেশা ছিল। চেন্নাইয়ের পাশাপাশি আমারিকাতেও নৃত্য প্রশিক্ষণ নিতে যেত। বছরখানেক আগে ওয়াশিংটন ইউনির্ভাসিটিতে নৃত্য প্রশিক্ষণ নিতে গিয়েছিল সে। বৃহস্পতিবার তার সঙ্গী কর্ণাটকের বাসিন্দা প্রবীণ পাউল (কৃষ) ফোনে খুনের ঘটনা জানায়।

ভগবতী ঘোষ বলেন, “আমার বড় ননদের ছেলের বউকে ফোনে খুনের ঘটনা জানায়। সে জানায় অমরনাথকে আমেরিকার রাস্তায় গুলি করে হত্যা করেছে আততায়ীরা। তবে সরকারিভাবে এখনও কোনো খবর পাওয়া যায়নি। তাই এবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ভগবতীদেবী। তিনি জেলা শাসকের কাছে আবেদন করেছেন আমার ভাইপোর সঠিক তথ্য দেওয়া হোক।

জেলা শাসক পূর্ণেন্দু মাজি বলেন, “পরিবারের পক্ষ থেকে আমার কাছে আবেদন করেছে। সেই আবেদনের ভিত্তিতে বিষয়টি আমি নবান্নকে জানিয়েছি। সেখান থেকে রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি জানাতে পারব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *