আমাদের ভারত, ১ মার্চ: এক্স হ্যান্ডলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পোস্টে দিনভর জল্পনার মাঝেই তিনি শুক্রবার প্রকাশ্যেই তোপ দাগলেন দীর্ঘদিনের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।
একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে কুণাল ঘোষ বলেন, শাহজাহান প্রসঙ্গে তৃণমূলের অনেকে বলছেন, “আগে জানতাম না”। উত্তর কলকাতার সাংসদ সম্পর্কে ভবিষ্যতে যদি প্রশ্ন বা বিতর্ক ওঠে, তখনও কি দলের তরফে এই সাফাই উঠবে “জানতাম না?” দলের ওপর মহলে এসব বিশদে জানিয়েছেন? প্রশ্নের উত্তরে কুণাল বলেন, “দল বুঝবে ওসব। আমি ছোট নেতা। যেটুকু দায়িত্ব দিয়েছে পালন করার চেষ্টা করি।”
সুদীপের নাম ধরেই চ্যানেলে সাক্ষাৎকারে কুণাল ঘোষ বলেন, “উনি তো বিজেপি-র দালাল। মামলা থেকে ওঁকে বাঁচিয়ে রেখেছে মোদী সরকার। উনি বড় নেতা। ক্ষমতা থাকে বহরমপুরে গিয়ে অধীরের বিরুদ্ধে লড়ুন না।
তৃণমূলের অন্দরের খবর, আগামী ১০ মার্চ তৃণমূলের ব্রিগেডের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার রাতে উত্তর কলকাতার নেতাদের নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে ডাক পাননি কুণাল ঘোষ। তাতেই তিনি ক্ষুব্ধ হন। অনেকের মতে, সেই কারণেই তিনি বৃহস্পতিবার রাতের পোস্টটি করে থাকতে পারেন। যদিও আনুষ্ঠানিক ভাবে সে কথা কেউই স্বীকার করছেন না। শুক্রবারের পোস্টেও তেমন কোনও ক্ষোভের উল্লেখ তিনি করেননি।
পোস্টে কুণাল ঘোষ কারও নাম করেননি। তবে বুঝতে অসুবিধা হচ্ছে না, কাদের কথা বলতে চেয়েছেন তিনি। দু’টি আলাদা বিরোধী দলের নেতা বলতে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরীর কথা কুণাল ঘোষ বোঝাতে চেয়েছেন বলে অনেকের মত। সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা। অধীর চৌধুরী লোকসভায় কংগ্রেস দলনেতা।
বস্তুত, তৃণমূল মুখপাত্র হিসাবে কুণাল ঘোষ দীর্ঘ দিন ধরেই দাবি করে এসেছেন, অধীরের সঙ্গে মোদী তথা বিজেপির সখ্য রয়েছে। সেই বোঝাপড়ার ভিত্তিতেই অধীর চৌধুরী বহরমপুরে জেতেন। তবে সুদীপ-বিজেপি বোঝাপড়া বোঝাতে গিয়ে রোজ়ভ্যালি প্রসঙ্গ টেনেছেন কুণাল ঘোষ। এই মামলাতেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে বেশ কয়েক মাস ভুবনেশ্বর জেলে কাটাতে হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।
কুণাল-ঘনিষ্ঠদের বক্তব্য, বিজেপির সঙ্গে বোঝাপড়ার কারণে সেই মামলা নিয়ে সুদীপকে আর ঝক্কি পোহাতে হয় না। কিন্তু বিজেপির বিরুদ্ধে তৃণমূলের যে অংশ সরব, তাঁদের বিরুদ্ধেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহার করা হচ্ছে।
জল্পনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। এক্স হ্যান্ডলেই কুণাল রাতে লেখেন, “নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর। সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বার বার হতে পারে না।”
ওই পোস্টটিতেও কুণাল কারও নাম করেননি। ফলে কৌতূহল তৈরি হয়েছিল, কাকে ইঙ্গিত করছেন কুণাল? ক্রমে তা প্রকাশ্যে এসেছে। চ্যানেলে সাক্ষাৎকারে তুলোধোনা করার চেষ্টা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপকে ভূষিত করেছেন ‘ছদ্মবেশী বিজেপি’, ‘বড় সাইজের শাহজাহান’ অভিধায়।