আমাদের ভারত, কলকাতা, ১৪ সেপ্টেম্বর:
আর জি কর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি। ধৃত সন্দীপ ঘোষকেও এই একই অভিযোগে ফের গ্রেপ্তার করেছে সিবিআই। এই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ।
তথ্য প্রমাণ লোপাট সহ দেরিতে এফ আই আরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিত মণ্ডলকে। তদন্ত শুরুর ৩১ দিনের মাথায় মূল মামলায় সিবিআইএর এটা প্রথম গ্রেপ্তার। এই আবহে নাম করেই তৃণমূল নেতৃত্ব তথা প্রসানিক কর্তা ব্যক্তিদের নাম গ্রেফতারির লাইনে আসবে ও লাইন অনেক বড় হবে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ দুজন গ্রেপ্তার হয়েছে। আমরা আশা করব সিবিআই এদের সঠিক জায়গায় পৌঁছবে। কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের অধ্যক্ষ নিজের বুদ্ধিতেই কাজ করতে পারেন না। বিশেষ যখন ডাক্তার বলেছিলেন সন্ধ্যার পর পোস্টমর্টেম করা যায় না তখন তিনি যেচে অর্ডার দিয়েছিলেন। থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয়। ওপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল। কার নির্দেশ ছিল সেটা দেখতে হবে। আমার বিশ্বাস গ্রেফতার সবে শুরু হয়েছে, অপেক্ষা করুন লম্বা হবে এই লাইন।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি লিখেছেন, কয়েকটি হাসপাতাল ভর্তি না নেওয়ায় এই টালা থানার ওসির জন্য সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলির বিরুদ্ধে ব্যবস্থাও নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। খুনিদের বিরুদ্ধে পদক্ষেপের বদলে তাকে বাঁচাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এদিকে তৃণমূল নেতা শান্তনু সেনও পোস্ট করে লিখেছেন, আপাদমস্তক দুর্নীতিগ্রস্থ একটা লোক। এর বিরুদ্ধে আমি প্রথমেই সোচ্চার হয়েছিলাম। আমি যে সঠিক ছিলাম, তা ঈশ্বর আজ একবার প্রমাণ করে দিলেন।