সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ ডিসেম্বর: পশ্চিমবঙ্গ পুলিশের গৃহরক্ষী বাহিনীর ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী মহাসমারোহে পালিত হলো। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বাঁকুড়া পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বর্ণাঢ্য প্যারেডের মাধ্যমে ৭২ জন গৃহরক্ষী বাহিনীর সদস্য অভিবাদন জানান বাঁকুড়া জেলার পুলিশ আরক্ষাধ্যক্ষ শ্রী বৈভব তিওয়ারিকে।
অভিবাদন গ্ৰহণের পর শ্রী তেওয়ারি তাঁর তাৎপর্যময় ভাষণে সমস্ত গৃহরক্ষী বাহিনীর সদস্যদের অভিনন্দিত ও উৎসাহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা।