Ghatal, Municipality, নতুন পুরনোর দ্বন্দ্ব, ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের অভিযোগ বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: প্রাক্তন চেয়ারম্যান তোপ দাগলেন বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে। একেবারে সরাসরি।

ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস ঘোষ সরাসরি অভিযোগ করলেন যে, বর্তমান চেয়ারম্যান তুহিন বেরা পৌর বোর্ডের সঙ্গে আলোচনা না করে তিনি তাঁর মতো যা খুশি করছেন। অর্থাৎ নিয়মমতো পৌর বোর্ডকে না জানিয়ে, অন্ধকারে রেখে নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন বর্তমান চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। এই বিষয়ে নিজের অসন্তোষ গোপন রাখেননি বিভাসবাবু। সম্প্রতি স্ট্রিট লাইট লাগানো এবং বিজ্ঞাপন দেওয়াকে কেন্দ্র করে বিভাসবাবুর এই অভিযোগ। তিনি বলেন, এই বিষয়ে তুহিনবাবু কাউকে কিছু জানাননি বা পৌর বোর্ডে কোনো সিদ্ধান্ত হয়নি।

যদিও এই বিষয়ে বর্তমান চেয়ারম্যান তুহিনবাবু সরাসরি কিছু বলেননি। তবে বিজ্ঞাপনের বিষয়ে তিনি বলেন, পৌরসভার অনুমতি নিয়ে কাজ করা হচ্ছে। তুহিনবাবু চেয়ারম্যান হবার পর থেকেই প্রাক্তনের সাথে বর্তমানের চাপা দ্বন্দ্ব ছিল। বিভিন্ন কাজে তুহিনবাবু পৌর বোর্ডের সিদ্ধান্ত না নিয়ে একতরফা কাজ করেন বলে অভিযোগ বিভিন্ন কাউন্সিলরের। তারই বহিঃপ্রকাশ বিভাসবাবুর কথাতে পাওয়া গেল।

এই দ্বন্দ্ব ভবিষ্যতে পৌর রাজনীতিতে কী প্রভাব ফেলবে বা পরবর্তী পৌর ভোটে কী প্রভাব ফেলবে তা নিয়ে কিছুটা অস্বস্তিতে শাসক দল। এছাড়াও দলে রদবদল হওয়ার সম্ভাবনাতেও কী প্রভাব পড়ে তাও দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *