আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ মার্চ: নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষীর ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। বৃহস্পতিবার জেলা আদালতের বিশেষ পকসো কোর্টের বিচারক রিন্টু সুর সাজা ঘোষণা করেন, জানালেন সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত৷ নাবালিকাকে লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২১ সালের ৬ অগস্ট ধূপগুড়ি থানায় এক পরিবার অভিযোগ জানায় তাঁদের নাবালিকাকে পড়শি এক ব্যক্তি ধর্ষণ করেছে। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তদন্তে উঠে আসে অভিযুক্ত ব্যক্তি নাবালিকার পড়শি, এলাকার এক বাড়িতে একাই ভাড়া থাকত। নাবালিকাকে চকলেটের লোভ দেখিয়ে ভাড়া বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ ছিল না, এই সুযোগে যৌন হেনস্তা করে অভিযুক্ত। এই মামলায় মোট ১১ জন সাক্ষ্যগ্রহণ করে আদালত। সওয়াল-জবাব শুনে এ দিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২৫ বছরের কারাদণ্ড ঘোষণা করল বিশেষ পকসো কোর্টের
বিচারক রিন্টু সুর।
সহকারি সরকারি আইনজীবী বলেন, “সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।”