আশিস মণ্ডল, রামপুরহাট, ২৫ নভেম্বর: প্রতিশ্রুতি মতো বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে পুনর্বাসন দেওয়া হয়েছে Rampur hag আগেই। এবার শহরের ভবঘুরের জন্য নির্মাণ হতে চলেছে আশ্রয়স্থল। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ওই আশ্রয়স্থল গড়ে উঠবে বলে রামপুরহাট পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার সকালে সেই আশ্রয়স্থলের শিলান্যাস করলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৯ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দোড়গোড়ায় রামপুরহাটে একটি সরকারি সভা করতে হাইস্কুল মাঠে যাওয়ার সময় ধুলোডাঙা রোড কনভয় থামিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার ধারে বস্তিবাসীদের দুর্দশা দেখে প্রতিশ্রুতি দেন পাকা বাড়ি নির্মাণের। ওই দিন জনসভা মঞ্চ থেকে পুরসভার চেয়ারম্যান অশ্বিনী তেওয়ারিকে দ্রুত তাঁদের বাড়ি তৈরি করার নির্দেশ দেন। সেই মতো ১১ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে ২৭২ জন বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া হয়।
২০১৮ সালে ৩ জানুয়ারি আহমদপুরের জনসভা থেকে সেই ফ্লাটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এবার ‘শেল্টার ফর আরবান’ প্রকল্পে ভবঘুরেদের জন্য আশ্রয়স্থল। এদিন ফিতে কেটে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, জি প্লাস টু ওই ভবনে পুরুষ ও মহিলা ভবঘুরেদের আলাদাভাবে থাকার জন্য ৫০ শষ্যার ব্যবস্থা থাকবে। পানীয় জল, শৌচালয়, বিদ্যুৎ ও দু’বেলা স্বল্পমূল্যে খাবারেরও বন্দোবস্ত করা হবে।
শহরের বাসস্ট্যাণ্ড, স্টেশন চত্বর ও বিভিন্ন এলাকা ঘুরে ভবঘুরেদের চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, আশ্রয় নেওয়া ক্ষুদেদের স্কুলে ভর্তি করিয়ে পড়াশোনার ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে ভবঘুরেদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর করা হবে বলে পুরসভা থেকে জানানো হয়েছে।
পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য মীনাক্ষী ভকত বলেন, হাউজিং ফল অল প্রকল্পে আর্থিকভাবে দুর্বুল বহু মানুষ সরকারি গৃহ পেয়েছে। কিন্তু এই ভবঘুরেদের নিজস্ব কোন ঠিকানা নেই। তাদের কথা ভেবে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়। রাজ্য সেই প্রস্তাব অনুমোদন করেছে।বছরখানেকের মধ্যেই স্থায়ী ঠিকানা পাবেন ভবঘুরেরা।
কৃষিমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মানবিক মুখের পরিচয় দিয়ে যাচ্ছেন। তিনি চান মানুষ যেন মাথা গোঁজার ঠাঁই ও দুবেলা খেতে পায়।