নলহাটিতে করোনা আক্রান্তের বাড়ি সিল করল প্রশাসন

আশিস মণ্ডল, রামপুরহাট, ৪ জুন: করোনা পজিটিভ হওয়ায় গ্রামের একটি বাড়িকে বাঁশ দিয়ে ঘিরে ফেলল পঞ্চায়েত। এমনকি বাড়ির সামনের রাস্তাও বাঁশ দিয়ে ঘিরে মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

দিন কয়েক আগেই মুম্বাই থেকে বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুর গ্রামের বাড়িতে ফিরেছিলেন এক যুবক। মুম্বাইয়ে তিনি শ্রমিকের কাজ করতেন। শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরার পর প্রশাসনের পক্ষ থেকে তার শারীরিক তাপমাত্রা মেপে এবং লালারস সংগ্রহ করে বাড়িতে থাকার পরামর্শ দেন। সেই মতো এতদিন তিনি বাড়িতেই ছিলেন। বুধবার সন্ধ্যায় তার রিপোর্টে করোনা ভাইরাসের নমুনা মেলে। এরপরেই রাতেই তাঁকে রামপুরহাটে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির রাস্তা এবং বাড়ির দরজা ঘিরে ফেলে পঞ্চায়েত। পঞ্চায়েত সদস্য বাবুল ইসলাম বলেন, “প্রশাসনের নির্দেশে ওই পরিবারের বাড়ির চারিপাশ ঘিরে ফেলা হয়েছে, যাতে অন্য কেউ সংক্রামিত না হয় এই ব্যবস্থা”। নলহাটি ২ নম্বর ব্লকের বিডিও হুমায়ূন চৌধুরী বলেন, “ওই পরিবারের সংস্পর্শে আর যেন কেউ না আসেন তাই ঘিরে ফেলা হল। ব্লকে এখন পর্যন্ত ১৬ জোন আক্রান্ত হয়েছিলেন। সকলে সুস্থ হয়ে ফিরে এসেছেন। বুধবার নতুন করে তিনজন আক্রান্ত হয়েছে। জেলায় এখনও পর্যন্ত ৫৫ টি এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *