সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ মার্চ: পুজোর নামে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পুলিশের হাত থেকে বাঁচতে পানাপুকুরে ঝাঁপ দিল যুবক। শুক্রবার রাতে ঘটনাস্থলে পৌঁছেও প্রথমে যুবকের খোঁজ পায়নি পুলিশ। তখন পানা পুকুরের ভিতরে শুরু হয় তল্লাশি। তখনই কচুরি পানার ভিতর থেকে নগ্ন অবস্থায় যুবককে বের করে পুলিশ। গ্রেফতার করে শনিবার ওই যুবককে ব্যারাকপুর আদালতে পাঠায় পুলিশ। অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি তুলে সরব হয়েছে এলাকার মানুষ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম কৌশিক দে। ওই যুবকের বাড়িতে পুজো আছে বলে ডেকে আনে এক যুবতীকে। আর তাঁকে ফাঁকা বাড়িতে ধর্ষণ করে বলে অভিযোগ। তখনই নিউ ব্যারাকপুর থানায় দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগ পেয়েই যুবকের খোঁজে তল্লাশিতে নেমে পড়ে পুলিশ। অভিযুক্ত ও অভিযোগকারিণী পূর্ব পরিচিত হওয়ায় ওই যুবককে বিশ্বাস করে তার বাড়িতে যান যুবতী। সেখানে তাঁকে ধর্ষণ করা হলে বেরিয়ে সোজা থানায় চলে যান নির্যাতিতা।
ওই নির্যাতিতার অভিযোগ পেয়েই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। তারপর যুবকের ফোনের লোকেশন ট্র্যাক করে তার নাগাল পায় পুলিশ। খোঁজ পেতেই গ্রেফতার করতে যায় পুলিশ। কিন্তু পুলিশ দেখেই চম্পট দেয় অভিযুক্ত যুবক। কিন্তু পালিয়ে বাঁচা যাবে না দেখেই শেষে এলাকারই একটি পানা পুকুরে নগ্ন অবস্থায় ঝাঁপ দেয় অভিযুক্ত। কিন্তু তাতেও লাভ হয়নি। পুলিশ সেখান থেকে টেনে বের করে। যদিও পরে তাকে জামা প্যান্ট পরতে দেওয়ার সুযোগ দিয়েছিল পুলিশ। এরপর তাকে গ্রেফতার করা হয়। এর আগেও ধৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে।