আশিস মণ্ডল, রামপুরহাট, ৭ জানুয়ারি: ‘দোষী সব্যস্ত’ ঘোষণা শুনেই আদালত চত্বর থেকে পালাল এক আসামি। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট মহকুমা আদালত চত্বরে।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের ৩০ জানুয়ারি বীরভূমের মুরারই থানার রাজগ্রামে দুই পক্ষের মারামারির ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলা নিজেদের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চলছিল। কিন্তু হয়নি। বুধবার প্রথম দ্রুত সম্পন্ন আদালতে তাদের শুনানির দিন ধার্য হয়ে ছিল। সরকারি আইনজীবী অতীন্দ্র কুমার মণ্ডল বলেন, “বিচারক ২৪ জনকে বেকসুর খালাস দেন। সেমিম খান ও সাফি শেখকে দোষী সাব্যস্ত করেন। বিচারক জানিয়ে দেন, বিকেলে সাজা ঘোষণা করা হবে।
দোষী সাব্যস্ত হওয়ার ঘোষণা শুনেই বাইরে বেরিয়ে এসে পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায় সাফি। পুলিশ ধরার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। বিকেলে সেমিমকে সাত বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। অনাদায়ে তিন মাস সশ্রম কারাদণ্ড। পলাতক সাফিকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। সেই সঙ্গে সাফির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে ”