লকডাউনে পাঁচ জন করে দরিদ্র মানুষের পেট ভরানোর দায়িত্ব নেবেন সমর্থ বিজেপি নেতারা

চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ২৬ মার্চ: লকডাউন চলাকালীন দলের প্রত্যেক সামর্থ্যবান নেতাকে পাঁচ জন করে নিরন্ন মানুষের খিদে মেটানোর দায়িত্ব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। সেইমতো দলের রাজ্য নেতৃত্বের তরফে দলের জেলা নেতাদের সেকথা জানিয়েও দেওয়া হয়েছে। আর, দলের জেলা নেতারা জানিয়ে দিয়েছেন মণ্ডলস্তরের নেতাদের। ইতিমধ্যে এরাজ্যে দলের বিধায়ক ও সাংসদরা করোনা মোকাবিলায় তাঁদের তহবিল থেকে অর্থ দিয়েছেন।

যদিও, মণ্ডলস্তরের অধিকাংশ বিজেপি নেতাদের
বেশিরভাগেরই আর্থিক হাল বেশ খারাপ। দলের যে কোনও জমায়েত থেকে মিটিং-মিছিলে তাঁরা অনেক কষ্টে নিজের কাজ ফেলে যোগ দেন। পুরো সময় সেই সব কর্মসূচিতে তাঁরা থাকতেও পারেন না। বর্তমান লকডাউনের পরিস্থিতিতে চাঁদা তুলে দলের নির্দেশ পালনের অবস্থাও নেই। তাই, এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন মণ্ডলস্তরের বিজেপি নেতারা। তাঁরা আশাবাদী, দলের জেলা নেতারা জোর করে তাঁদের ওপর এই কর্মসূচি চাপিয়ে দেবেন না।

রাজ্য বিজেপি নেতাদের অবশ্য দাবি, এই রাজ্যে কেন্দ্রীয় নেতাদের গৃহীত এমন কর্মসূচি নিয়ে নানা টালবাহানা থাকলেও, অন্যান্য রাজ্যগুলোয় বেশ সফলভাবেই দলের এই কর্মসূচি পালিত হতে চলেছে। ইতিমধ্যে বিজেপির পরামর্শদাতা সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ অন্যান্য রাজ্যে সমস্ত শক্তি নিয়ে লকডাউন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও দাবি গেরুয়া শিবিরের।

গেরুয়া শিবিরের নেতাদের দাবি, অন্যান্য রাজ্যে সঙ্ঘের তরফে বেশ কয়েকটি করোনা শিবির খোলা হয়েছে। বিভিন্ন গ্রামীণ হাসপাতালের অব্যবহৃত শয্যা সাজিয়ে তোলা থেকে শুরু করে হাসপাতাল চত্বর পরিষ্কার করার কাজও সঙ্ঘের নেতা-কর্মীরা সুন্দরভাবে করেছেন। পাশাপাশি, গ্রামে গ্রামে ব্লিচিং পাউডার ছড়ানোর কাজও তাঁরা ইতিমধ্যে শেষ করেছেন। নিজেদের কাজের প্রমাণ হিসেবে বিভিন্ন ছবিও তাঁরা তুলে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *