৮ থেকে ১২ ফেব্রুয়ারি মেদিনীপুরে অনুষ্ঠিত হতে চলেছে ৪২তম আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: ৮ থেকে ১২ ফেব্রুয়ারি মেদিনীপুরে অনুষ্ঠিত হতে চলেছে ৪২ তম আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। উদ্যোক্তা তরুণ সঙ্ঘ ক্লাব। সোমবার রাতে এক সাংবাদিক বৈঠকে জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি ও ক্লাবের সহ সম্পাদক শান্তনু চক্রবর্তী জানান, এর আগে পশ্চিমবঙ্গে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।

ভারতের প্রায় সমস্ত রাজ্য ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভূটান থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। মোট ১৬০০ জন প্রতিযোগী অংশ নেবেন। মেদিনীপুর কলেজ মাঠ, অরবিন্দ স্টেডিয়াম, খড়গপুর আইআইটি’র স্টেডিয়ামে খেলাগুলি অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা ঘিরে মেদিনীপুরে এখন সাজো সাজো রব। কারণ মেদিনীপুর জেলাই শুধু নয় রাজ্যের মধ্যেও এই ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *