আমাদের ভারত, ২৪ ডিসেম্বর:করোনার ভ্যাক্সিনে শুয়োরের চর্বি ব্যবহার করা হয়েছে, তাই চিনে উৎপাদিত করোন ভ্যাক্সিন ভারতীয় মুসলিমদের ওপর প্রয়োগ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল দেশের নটি মুসলিম সংগঠন। তাদের দাবি এই ভ্যাক্সিন মুসলিম সম্প্রদায়ের জন্যে হারাম। ভ্যাক্সিনে পর্ক জিলেটিন ব্যবহারের রেওয়াজ বহুদিনের। যে কোন ভ্যাক্সিন মজুত রাখার সময় যাতে ঠিকঠাক অবস্থাতে থাকে তাই পর্ক জিলেটিন ব্যবহার করা হয়। আর এই পর্ক জিলেটিন শুয়োরের শরীরের চর্বি থেকে তৈরি হয়।
মুম্বাইয়ের রাজা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক সৈয়দ নুর বলেছেন, চিনের করোনার ভ্যাক্সিন অবিলম্বে ভারতে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা উচিত। একইসঙ্গে তার দাবি যে কোন ভ্যাক্সিন এ দেশে আনার আগে সরকারের উচিত ভ্যাক্সিন সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করা। আমাদের জানা দরকার কোন ভ্যাক্সিনে কি কি ব্যবহার করা হচ্ছে। তাহলে মুসলিম সমাজের মানুষকে এই বিষয়ে অবগত করব। চিনের ভ্যাক্সিন মুসলিমদের জন্য হারাম।
তবে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রোজেনেকার মতো সংস্থা জানিয়েছে তারা তাদের ভ্যাক্সিনে পর্ক জিলেটিনের ব্যবহার তারা করেননি। কিন্তু এমন বেশ কিছু ভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থার রয়েছে যারা তাদের উৎপাদিত ভ্যক্সিনে ব্যবহৃত পদার্থ সম্পর্কে এখনও কোনো তথ্য দেননি।
অন্যদিকে অখিল ভারত হিন্দু মহাসভা সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ জানিয়েছেন আমেরিকায় উৎপাদিত করোনার ভ্যাক্সিনে গরুর রক্ত ব্যবহার করা হয়েছে। তাই এই ভ্যাকসিন ভারতে ব্যবহার করা উচিত না। মহারাজের দাবি বিদেশি শক্তিগুলি হিন্দু আবেগ নিয়ে ছেলে খেলা করছে। তিনিও ভ্যাক্সিনে ব্যবহৃত পদার্থ সম্পর্কে সরকারকে তথ্য প্রকাশ করার দাবি জানিয়েছেন।
তবে সংযুক্ত আরব আমির শাহির ফতোয়া কাউন্সিলের সভাপতি আব্দুল্লাহ বিন বায়াহ জানিয়েছেন করোনা ভ্যাক্সিন বৃহত্তর মানুষের স্বার্থে ব্যবহার করা হবে। তাই এই নিয়ে কোনো ফতোয়া জারি হওয়া উচিত নয়।