আমাদের ভারত, ৩ জুলাই: কসবা ল’ কলেজের ঘটনায় কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
বুধবার রাতে এক্সবার্তায় তিনি লিখেছেন, “কলেজের প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়, তৃণমূলের প্রশাসক, লালবাজার সবাই জানতো মনোজিৎ- এর কীর্তি কলাপ। সবাই সব কিছু জানলেও সাত খুন মাফ। কারণ এরাই ভোটের সময় ভোট লুট করবে, কলেজে ভর্তির সময় টাকা তুলবে। সেই টাকার ভাগ কালীঘাটে যাবে।”
প্রসঙ্গত, দক্ষিণ কলকাতা ল’ কলেজের ছাত্রী নিগ্রহের ঘটনায় তোলপাড় রাজ্য। কলেজ ক্যাম্পাসের মধ্যেই গণধর্ষণে ২ পড়ুয়াকে গ্রেফতারির পরেই পুলিশের জালে ধরা পড়ে মূল অভিযুক্ত কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। এই মনোজিতের সম্পর্কেই তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য!