পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুন: লোকসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যে মেদিনীপুর সাংগঠনিক জেলার সমস্ত দলীয় কর্মীদের এক অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানানো হয়। আগামী দিনে মানুষকে সঙ্গে করে জননেত্রীর হাত শক্ত করতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানে।
উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ জুন মালিয়া, বিধায়ক ও চেয়ারম্যান দিনেন রায় সহ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা।