সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ এপ্রিল: বিশ্ব স্বাস্থ্য দিবসে নতুন প্রজন্মকে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন করতে আজ এক আলোচনা শিবিরের আয়োজন করা হয় ডিএভি স্কুলে। লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া ও ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়।
থ্যালাসেমিয়া রোগের কারণ, প্রতিকার, সচেতনতা ও আক্রান্ত শিশুর জীবনের ঘাত প্রতিঘাতের নানা ঘটনার উল্লেখ করে পড়ুয়াদের অবহিত করেন বাঁকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা।
এই শিবিরের সূচনা করেন স্কুলের প্রিন্সিপাল সুস্মিতা পানিগ্রাহী। তিনি বিশ্ব স্বাস্থ্য দিবস ও আজকের আয়োজিত আলোচনা শিবিরের গুরুত্ব তুলে ধরেন। এদিন স্কুলে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়।