পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সভার আয়োজনে একদিনের থ্যালাসেমিয়া ও সিকল সেল রক্তাল্পতা নির্ণয় শিবির হল। আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে বি.সি. মুখার্জি সভাঘরে মূলত: স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে এই কর্মসূচিটি সম্পন্ন হয়।
আজকের এই স্বাস্থ্য শিবিরটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় নিবন্ধক ডঃ জয়ন্ত কিশোর নন্দী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক দিলীপ কুমার মাইতি, এনথ্রোপলজি বিভাগের দীপক কুমার মিদ্যা, সাঁওতালি বিভাগের দুলি হেমব্রম ও রতন হেমরম, শারীর বিদ্যা বিভাগের অধ্যাপিকা ডঃ সুজাতা মাইতি চৌধুরি সহ সিএমওএইচ অফিস থেকে আগত আধিকারিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক আজকের এই রোগ নির্ণয় শিবিরের কারণ ও গুরুত্ব সম্পর্কে সুবিস্তৃত আলোচনা করেন। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সামনে এই বিষয়ের উপযোগিতা ব্যাখ্যা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আজকের এই স্বাস্থ্য শিবিরে ৩১৪ জন ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করেন। এই শিবিরে বিশেষ ভাবে তপশিলি জাতি ও উপজাতি ছাত্র-ছাত্রীদের সিকল সেল রক্তাল্পতা নির্ণয় করা হয়। উপস্থিত অন্যান্যরাও থ্যালাসেমিয়া ও রক্তল্পতা রোগ নির্ণয় করান। এই সমগ্র আয়োজন সফল ভাবে করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী সবাইকে ধন্যবাদ জানান ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।