রাজেন রায়, কলকাতা, ৩১ ডিসেম্বর: সপ্তাহখানেক আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তৃতীয় টেট পরীক্ষার দিন ঘোষিত হবে। বছরের শেষ দিন তা ঘোষণা করল প্রাথমিক শিক্ষা সংসদ।
জানানো হয়েছে নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন, ৩১ জানুয়ারি হবে টেট পরীক্ষার তৃতীয় দফা। আগের দুটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেননি, তারা এই পরীক্ষায় বসতে পারবেন। যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের পরীক্ষা হবে ১০ থেকে ১৭ জানুয়ারি।
১৬৫০০ শূন্যপদের জন্য প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। দুপুর একটা থেকে সাড়ে তিনটে দেড় ঘণ্টা হবে পরীক্ষা। ১৫০ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। এর মধ্যেই পরীক্ষার্থীদের এডমিট কার্ড এবং পরীক্ষাকেন্দ্র জানিয়ে দেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।