আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৯ নভেম্বর: রামনগর থানার অন্তর্গত ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন আগুনে ভস্মীভূত কারখানার বেশিরভাগ অংশ। সোমবার রাতে আগুন লাগে ঐ প্লাস্টিকের কারখানায়। খবর পেয়ে দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
সোমবার মধ্যরাতে হঠাৎ আশপাশের কারখানার শ্রমিকরা দেখতে পায় একটি কারখানায় আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। শ্রমিকরাই খবর দেয় দমকলে। দফায় দফায় দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগালেও মঙ্গলবার সকাল পর্যন্ত আগুন নেভানোর কাজ করে দমকল পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি আগুন।
দমকলের আধিকারিকরা জানিয়েছেন, প্লাস্টিকের পদার্থ থাকায় আগুনের তীব্রতা এখনো রয়েছে। তবে কীভাবে আগুন লাগল সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি আধিকারিকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। আগুন লাগার সময় কোনও শ্রমিক কারখানায় ছিল না, তাই কোনো হতাহতের খবর নেই এখনো পর্যন্ত। এই কারখানায় কয়েক বছর আগেও এই ভাবেই হঠাৎ আগুন লেগেছিল।