Paharpur village, Mobile tower, জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার বসানো নিয়ে চাঞ্চল্য জলপাইগুড়ির পাহাড়পুর গ্রামে, সমস্যা সমাধানে বিডিওর উদ্যোগে বৈঠক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ জুন: জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার বসানো নিয়ে রবিবার চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাজিতপাড়ায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকা ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও সেখানে মোবাইল টাওয়ার বসানোর কাজ চলছিল। যদিও বাসিন্দারা আগেই এই কাজের বিরোধিতা করেছিলেন। তবুও অভিযোগ, তাঁদের অগ্রাহ্য করে পুনরায় কাজ শুরু হয়। এই পরিস্থিতিতে সমস্যার সমাধানে সদর বিডিও মিহির কর্মকারের উদ্যোগে এদিন বিডিও অফিসে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকাবাসী, জমির মালিক এবং মোবাইল টাওয়ার সংস্থার প্রতিনিধিরা।

জানা গিয়েছে, জমির মালিকানা সংক্রান্ত কিছু কাগজপত্র এখনও অসম্পূর্ণ রয়েছে। তাই যতক্ষণ না সেই কাগজপত্রের সমস্যা মিটছে, ততদিন ওই জায়গায় মোবাইল টাওয়ার স্থাপনের কাজ বন্ধ থাকবে। স্থানীয়দের মতামত এবং আইনি কাগজপত্র বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা এলাকায় মোবাইল টাওয়ার বসানোর ঘোর বিরোধী নন। তবে জনবসতিপূর্ণ জায়গায় এটি বসানো হলে স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে বলে তাঁদের আশঙ্কা। একটি ফাঁকা জায়গায় এই কাজ করার দাবি তোলেন তাঁরা। এইসব কারণেই তাঁরা কাজ বন্ধের দাবি তুলেছিলেন। এই ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও প্রশাসনের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *