আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ মার্চ: নৈহাটির হাজিনগর হুকুম চাঁদ জুটমিলের ২ নম্বর কনভেনশন স্যাকিং তাঁত বিভাগে আংশিক বন্ধের নোটিশ ঘিরে উত্তেজনা। বন্ধের নোটিশে ক্ষুব্ধ শ্রমিকরা। উত্তেজনা থাকায় মিল গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, নতুন মেশিন বসিয়ে শ্রমিকদের ছাঁটাই করতে চাইছে মিল কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি, তাদের কাজ দিয়ে কর্তৃপক্ষ আধুনিকীকরণ করুক।
যদিও মিল কর্তৃপক্ষ নোটিশে জানিয়েছে, গত ৫ মার্চ সকাল ১১টা নাগাদ ২ নম্বর মিলের কিছু শ্রমিক বলপূর্বক কনভেনশন সেকশনে কাজ বন্ধ করে দেয়। এরপর বেলার দিকে ২ নম্বর মিলের মডার্ন হেসিয়ান ও মডার্ন স্যাকিং লুম বলপূর্বক বন্ধ করে দেয়। তাই তারা কনভেনশন সেকশনে তাঁত বিভাগে কাজের আংশিক বন্ধের নোটিশ দিতে বাধ্য হয়েছেন।

