attack, Ariadh, আড়িয়াদহে যুবককে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ জুলাই: আড়িয়াদহে যুবককে নৃশংস ভাবে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

জানাগেছে, গতকাল রাত দেড়টা নাগাদ কামারহাটি পৌরসভার ১১ নন্বর ওয়ার্ডের অন্তর্গত কেদারনাথ সিংহ রোডে নিজের বাড়ির সামনে বসে সূর্য দাস এবং সায়নদ্বীপ পাঁজা নামে দুই যুবক কথা বলছিল। অভিযোগ, সেই সময় ওই দুই যুবকের সঙ্গে স্থানীয় তালতলা স্পোটিং ক্লাবের এক সদস্যের সঙ্গে বচসা হয়। ওই যুবক সেই সময় মদ্যপ অবস্থায় ছিল। এরপর সে চলে গেলেও কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে ওই দুই যুবকের উপর তারা চড়াও হয়। বাঁশ, হকি স্টিক, ইট দিয়ে তাদের রাস্তায় ফেলে নৃশংস ভাবে মারধর করতে থাকে। ঘটনায় তাদের মধ্যে এক যুবক গুরুতরভাবে জখম হয়। তাকে বাঁচাতে গেলে তার মাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত যুবকের নাম সায়নদীপ পাঁজা এবং তার মায়ের নাম বুবুন পাঁজা। গুরুতর আহত অবস্থায় মা ও ছেলে দুজনেই স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে বেলঘরিয়া থানায় দ্বারস্থ হয়েছে পরিবারের লোকজন।

সিসিটিভি ফুটেজ দেখে তালতলা স্পোর্টিং ক্লাবের ভিতরে থাকা পাঁচজন যুবককে আটক করেছে পুলিশ। তাদের আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তালতলা ক্লাবের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *