চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ২৮ মার্চ: কেন্দ্রীয় সরকার নোভেল করোনা ভাইরাস রুখতে রাজ্য সরকারকে যথেষ্ট সাহায্য করছে। কিন্তু, মুখ্যমন্ত্রী এমন ভাব করছেন যেন, যাবতীয় দায়িত্ব তিনি একাই পালন করছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন যে কেন্দ্রীয় সরকার তাঁকে এই কঠিন পরিস্থিতিতে একচুলও সাহায্য করছে না। মুখ্যমন্ত্রীর এমন মিথ্যাচার করা উচিত নয়। সোশ্যাল সাইটে এমনই অভিযোগ করলেন এই রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
বাবুলের দাবি, রাজ্য সরকারের হাতে নোভাল করোনা ভাইরাস চিহ্নিত করার যে কিট রয়েছে, তা কেন্দ্রীয় সরকারই দিয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী করোনা পরিস্থিতিতেও যেভাবে ‘প্রচেষ্টা’র মতো একের পর এক প্রকল্পের নাম ঘোষণা করছেন, সেগুলো সবই কেন্দ্রীয় সরকারের প্রকল্প। কেন্দ্রীয় সরকার ওই সমস্ত প্রকল্প চালু করবে বলে রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি দিয়ে জানানোর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি নতুন নাম দিয়ে প্রকল্পগুলো চালু করার কথা ঘোষণা করেছেন। সোশ্যাল সাইটে এবং নিজের বক্তব্যের ভিডিও প্রকাশ করে এমনই দাবি করেছেন বাবুল।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মতো কঠিন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এভাবে জনগণকে সাহায্য করা নিয়ে রাজনীতি উচিত নয় বলেই বাবুলের ধারণা। তিনি জানিয়েছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে তিনি সম্মান করেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ভাইরাসের বিরুদ্ধে তাঁর লড়াইকে রাজনীতির ঊর্ধ্বে তুলে ধরতে পারেন, মুখ্যমন্ত্রীর সম্মান তাতে বাড়বে বলেই ভিডিওটিতে আশাপ্রকাশ করেছেন বাবুল।