আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ জানুয়ারি: দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিলেন বিজেপি সাংসদ তথা বিজেপি যুব মোর্চার কেন্দ্রীয় সভাপতি তেজস্বী সূর্য। তিনি বলেন, “বাংলায় বিজেপি সরকার সুশাসন প্রতিষ্ঠা করবে। অন্যায়কারীদের রেহাই মিলবে না। বিজেপি ক্ষমতায় আসলে আগামী ৫ বছরে সোনার বাংলা গড়ে তুলবে। বিজেপি শাসনের গত ৬ বছরে দিল্লিতে এই প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যদিও কোন হতাহতের খবর নেই। তবে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত। তারা দেশের সুরক্ষা ব্যবস্থাকে আরো বেশি আঁটোসাঁটো করছেন। গোটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সুরক্ষিত আছে।” শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বর কালী মন্দিরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, উত্তর কলকাতা শহরতলীর জেলা সভাপতি কিশোর করকে সঙ্গে নিয়ে মায়ের মন্দিরে পুজো দেন তেজস্বী সূর্য।