Tehran, Israel, ইরানে আমেরিকার হামলার পর পাল্টা জবাব তেহেরানের, ২৭টি মিসাইল পড়ল ইজরায়েলে

আমাদের ভারত, ২২ জুন: ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা। সূত্রের খবর, তারপরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সেই মতো তেহরানের তরফে ইসরায়েলের শহরে মিসাইল ছোড়া হয়েছে বলে খবর। সংবাদ মাধ্যমে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সূত্রের খবর, দুই দফায় ইরানের তরফে ২৭টি মিসাইল ছোড়া হয়েছে। হাফিয়া এবং তেল হাবিবে অন্তত ১১ জনের আহত হওয়ার খবর মিলেছে। এর কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানে তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা করেছে আমেরিকার সেনা। এই ঘটনার পরই প্রত্যাঘাত করেছে ইরান।

এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, পাল্টা জবাব দেওয়ার। ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলা করার ঘটনাকে ন্যাক্কারজনক বলে দাবি করেছে ইরান। সেদেশের সরকারি প্রচার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, “শুরুটা আপনি করলেন শেষটা আমরা করব।” এখানে থাকা মার্কিন নাগরিক সেনা এখন নিশানায়।

এর পাশাপাশি সুত্রের খবর, জ্বালানি সরবরাহের লাইফ লাইন হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। সুত্রের খবর, বাহারিনে আমেরিকার নৌ-বহরে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তেহেরানের তরফে। তৃতীয় পক্ষ যুদ্ধে জড়ালে ফল ভালো হবে না। নাম না করেই আমেরিকাকে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইরান।

বি-২ স্টিল্থ বোমারু বিমান আমেরিকার তরফে হামলা চালানো হয় ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে। ফোরদোহাতে ফেলা হয় ছয়টি বাঙ্কার ব্লাস্টার বোমা। হামলা চালানো হয়েছে নাতানাজ ও ইসফাহানে দুটি পরমাণু কেন্দ্রে। ২৭শে জুন পর্যন্ত বন্ধ ইজরায়েলের আকাশ সীমা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন, চেষ্টা করেছিলেন যাতে যুদ্ধ না হয়, শেষ পর্যন্ত আক্রমণ করতেই হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *