আমাদের ভারত, মালদা, ২৭ ডিসেম্বর: পরিবারের সদস্যরা প্রেমের সম্পর্ক মেনে না নেওয়া বিষ খেয়ে আত্মহত্যা করল প্রেমিক যুগল। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানা এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতদের নাম মীর একরামুল আলি(১৮), বাড়ি মোথাবাড়ি থানার বাবলা মির পাড়া গ্রামে। মেয়েটির নাম জাসমিন খাতুন(১৭)। বাড়ি মোথাবাড়ি থানার কাসিমবাজার গোবিন্দগঞ্জ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা দেখতে পায় দুইজন অচৈতন্য অবস্থায় রেললাইনের মধ্যে পড়ে রয়েছে। তারা কাছে গিয়ে দেখতে পায় তাদের মুখ দিয়ে গ্যাঁজলা বেড় হচ্ছে। তড়িঘড়ি তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে আসেন। পরিবারের সদস্যরা জানান, তাদের মধ্যে গত ৪ মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তবে কি কারণে তারা আত্মহত্যা করল বুঝতে পারছি না। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।