করোনা মহামারীতে বিপর্যস্ত পরিবারগুলির সাহায্যে রামকৃষ্ণ মিশনকে আর্থিক অনুদান শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তীর

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ মে:
করোনা মহামারীর সংক্রমণ রুখতে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছেl এর ফলে কর্মহীন হয়েছেন বহু মানুষ , অনেকেই হারিয়েছে তার প্রিয়জনকেl এই সমস্ত বিপর্যস্ত পরিবারগুলির সাহায্যে আবারও এগিয়ে এলেন শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী l

জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের সংস্কৃত বিষয়ের শিক্ষক হেরম্ববাবুl তিনি করোনা বিপর্যয়ে বিপর্যস্ত মানুষগুলির সেবাকার্যের জন্য বাঁকুড়া জেলার জয়রামবাটি শাখার রামকৃষ্ণ মিশনে ত্রিশ হাজার টাকার আর্থিক অনুদান দিলেনল এবিষয়ে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, মানুষের সেবাকার্যে রামকৃষ্ণ মিশন নিরলস পরিশ্রম করে চলেছেl এই বিপর্যয়ের দিনে দুঃস্থ মানুষদের সাহায্যার্থে হেরম্ববাবুর মত একজন শিক্ষকের এই ভাবে সাহায্য করতে এগিয়ে আসা এক দৃষ্টান্ত মূলক ঘটনাল হেরম্ববাবু এর আগে বাঁকুড়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, মেদিনীপুর, হুগলী, বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের অসহায়, দুঃস্থ মানুষের পাশে বহুবার দাঁড়িয়েছেন এই মানবদরদী শিক্ষকl হেরম্বনাথ বাবু জানান, লকডাউনে কর্মচ্যুত শ্রমিকের দূরবস্থা, স্বজন হারানো মানুষের কান্না, তাকে গভীরভাবে প্রভাবিত করেছেl তাই অসহায়, দুঃস্থ পরিবারগুলির সাহায্যার্থে বারবার তিনি ছুটে গিয়েছেনl নিজের সাধ্যমত তাঁদের পাশে তিনি দাঁড়িয়েছেনl বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাতl করোনা মহামারীর ফলে যখন স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবনের স্বাভাবিক ছন্দ, তখন স্কুলশিক্ষকের এহেন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *