একাধিক ছাত্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার বনগাঁ হাই স্কুলের শিক্ষক

সুশান্ত ঘোষ, বনগাঁ, একাধিক ছাত্রী ও প্রতিবেশী মহিলাদের কুরুচিকর মন্তব্য ও কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার শিক্ষক। তিনি হলেন, উত্তর ২৪ পরগণার বনগাঁ উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অলোক প্রামাণিক। অভিযোগ, বনগাঁর এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ফেসবুকে অশ্লীল এসএমএস ও কু-প্রস্তাব দেন ওই শিক্ষক। তারপরেই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ। শনিবার সন্ধ্যায় প্রায় তিনশো ছাত্রছাত্রী একত্রিত হয়ে অভিযুক্ত শিক্ষকের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীরা।

অভিযোগ, বনগাঁ উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অলোক প্রামাণিক দীর্ঘ দিন ধরে বনগাঁর একাধিক ছাত্রীদের ফেসবুক ও হোয়াটস অ্যাপে কুরুচিকর মন্তব্য ও কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। বেশ কয়েক মাস আগে একই অভিযোগ করে এক ছাত্রী। সেই সময়ও স্কুলের প্রধানশিক্ষকের কাছে অভিযোগ করেন ওই ছাত্রী। ফের কয়েকদিন ধরে বনগাঁর বাসিন্দা দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয় অভিযুক্ত শিক্ষক অলোক প্রামাণিক। এই নিয়ে শনিবার সকালে স্কুলের প্রাক্তন ছাত্ররা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায়। যদিও প্রধান শিক্ষক কুনাল দে বলেন, লকডাউনের ফলে স্কুল দীর্ঘ দিন ধরে বন্ধ আছে, এটি স্কুলের বাইরের ঘটনা। আইন আইনের পথে চলবে। অবশেষে এদিন বিকেলে প্রায় ৩০০ ছাত্রছাত্রী একত্রিত হয়ে অভিযুক্ত শিক্ষকের বাড়ি ঘেরাও করে।

ছাত্রছাত্রীরা বলে, “ওই শিক্ষক আগেও একই রকম ঘটনা ঘটিয়েছে। সেবারে ক্ষমা চেয়ে পার পেয়ে গিয়েছে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে সোচ্ছার হয়েছে বনগাঁর ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে বনগাঁর তৃণমূলের বড় নেতাদের সঙ্গে ওঠাবসা”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *