চা-বাগানের সমস্যা নিয়ে রাস্তায় শাসক দল প্রভাবিত চা-শ্রমিক সংগঠন, হ্যামিল্টন গঞ্জ থেকে অভিনব মিছিল

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২৩ নভেম্বর: এবার খোদ রাজ্যের শাসক দল প্রভাবিত চা-শ্রমিক সংগঠন চা-বাগানের সমস্যাগুলি নিয়ে পথে নামল। সোমবার একদিকে চা-বাগানের সমস্যাগুলিকে সামনে রেখে বিভিন্ন চা-বাগানের গেটে গেট মিটিং করে যেমন বিক্ষোভ দেখায় তেমনি দুপুরের পরে কালচিনি ব্লকের হ্যামিল্টন গঞ্জ থেকে কালচিনি পর্যন্ত চলল র‍্যালি। যার নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেস চা-বাগান মজদুর ইউনিয়নের রাজ্য সভাপতি মোহন শর্মা।

আজ সোমবার আলিপুরদুয়ার জেলার ৬২টি চা-বাগানে কোথাও ১ ঘন্টা কোথাও বা ২ ঘন্টা ধরে গেট মিটিং করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস প্রভাবিত চা-শ্রমিক সংগঠনের চা-শ্রমিকরা। কালচিনি ব্লকের বিভিন্ন চা-বাগানে ছিলেন মোহন শর্মা। এছাড়াও মান্নালাল জৈন, অসীম মজুমদার, প্রভাত মুখার্জির মত পরিচিত ট্রেড ইউনিয়ন নেতারাও বিভিন্ন বাগানে ছিলেন। মোহন শর্মা বলেন, রাজ্য সরকার সবরকমভাবে চা-শ্রমিকদের পাশে আছে। তবে মালিকপক্ষ চা-শ্রমিকদের পাশে নেই।” প্রতিটি বাগানেই এদিন দাবি আদায়ে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

উল্লেখ্য, চা-শ্রমিকদের ন্যুনতম মজুরি, জমির পাট্টা, সঠিকভাবে পিএফের টাকা জমা, আবাসন সংস্কার, আধার লিংক সংযোগ সহ বিভিন্ন দাবি চা-বলয়ে সামনে এসেছে।অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নীতিগুলিকে সামনে রেখে এদিন কালচিনি ব্লকের হ্যামিলটন থেকে কালচিনি পর্যন্ত অভিনব র‍্যালি হয়। দীর্ঘ র‍্যালিতে একই রকমের ট্র‍্যাকস্যুট পরে উপস্থিত ছিলেন শতশত যুব তৃণমূল কর্মী। মোহন শর্মা ছাড়াও র‍্যালিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ কর সহ অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *